জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার: স্পিকার
প্রকাশিত : ০৩:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
জলবায়ু-পরিবর্তনে-ক্ষতিগ্রস্ত-শিশুদের-সুরক্ষায়-কাজ-করছে-সরকার-স্পিকার
সোমবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় তারা শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্যদের উপস্থিতিতে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে।
সাক্ষাৎকালে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।