শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রতিশোধ নিয়েই হাসপাতালে রিজওয়ান

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার

প্রতিশোধ-নিয়েই-হাসপাতালে-রিজওয়ান

প্রতিশোধ-নিয়েই-হাসপাতালে-রিজওয়ান

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতকে ৫ উইকেটে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান। ফিরতি ম্যাচে ব্যাটে-বলে সমান অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন মোহাম্মদ নেওয়াজ। 

তবে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় বড় অবদান ছিল উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও। ইনিংসের ১৭তম ওভারে আউট হওয়ার আগে ছয়টি চার ও দুইটি ছয়ের মারে ৫১ বলে ৭১ রান করেছেন রিজওয়ান। 

ম্যাচ শেষে তাকে নিয়ে পাকিস্তান শিবিরে দেখা দিল দুঃসংবাদ। ভারতের ইনিংসে কিপিং করার সময় পাওয়া চোট পান তিনি। এ কারণে ভারতকে হারানোর পরপরই হাসপাতালে ছুটতে হয় রিজওয়ানকে।

নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজসহ পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয় রিজওয়ানকে। আজ সোমবার আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।

ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।