জ্বালানির উচ্চমূল্য ঠেকাতে ৬৫ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা জার্মানির
প্রকাশিত : ০১:৫০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
জ্বালানির-উচ্চমূল্য-ঠেকাতে-৬৫-বিলিয়ন-ডলারের-তহবিল-ঘোষণা-জার্মানির
রোববার (৪ সেপ্টেম্বর) চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বে জার্মানির তিন দলের জোট সরকার এ ঘোষণা দেয়। বিশাল অঙ্কের এ অর্থ গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধি ঠেকানোসহ স্বল্পমূল্যে সরবরাহ অব্যাহত রাখা, গণপরিবহন খাত, শিক্ষার্থী ও অবসরে যাওয়া মানুষের পেছনে ব্যয় করা হবে।
শলৎজ জানান, দেশের নাগরিক এবং বাণিজ্যিক খাতকে স্বস্তি দিতেই জরুরি এই তহবিল গঠন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই জার্মানিতে বেড়েছে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম। মূল্যস্ফীতির পাশাপাশি নিত্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা সাধারণ মানুষ।
জার্মানির বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি জরিপ বলছে, গেল আগস্টে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ।
এদিন, রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ও নর্ডট্রিম পাইপলাইন বন্ধ নিয়ে প্রশ্নের জবাবে শলৎজ জানান, আগামী শীত মৌসুম মাথায় রেখে পর্যাপ্ত গ্যাস মজুত করা হয়েছে। তাই নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধের পরও শীতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।
এদিকে, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে ও বর্তমান সরকার তাদের ব্যর্থতা ঢাকতে এই তহবিলের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছে দেশটির প্রধান বিরোধী দল সিডিইউ।
সূত্র: আল-জাজিরা