৯৫০ কোটির অ্যান্টনির অভিষেক হলো গোল দিয়ে
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
৯৫০-কোটির-অ্যান্টনির-অভিষেক-হলো-গোল-দিয়ে
টানা পাঁচ জয়ের প্রিমিয়ার লিগে সেরা শুরুর পর ওল্ড ট্রাফোর্ডে মুখ থুবড়ে পড়ল মিকেল আরতেতার দল আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলের হারে জয়রথ থামল গার্নারদের।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন ক্লাবটির নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি। এছাড়া জোড়া গোল করেন মার্কাস রাশফোর্ড। আর্সেনালের পক্ষে বুকায়ো সাকার একমাত্র গোলটি করেন।
দলবদলের মৌসুমের শেষ মুহূর্তে ডাচ ক্লাব আয়াক্স থেকে ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্টনিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই উইঙ্গারকে দলে টানতে ১০০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৯৫০ কোটি টাকা খরচ করতে হয়েছে তাদের।
ম্যানচেস্টার ইউনাইটেডে এসে অভিষেকেই গোল পেয়ে গেলেন অ্যান্টনি। আর্সেনালের বিপক্ষে ম্যাচে দলের প্রথম গোলটি এসেছে তার পা থেকে। রাশফোর্ডের দারুণ থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে ইউনাইটেডে গোলের খাতা খোলেন এই ব্রাজিলিয়ান।
এদিকে টানা চার জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যান্টনির দল ম্যানইউ। অন্যদিকে লিগে এই হারে আর্সেনাল ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে অবস্থান করছে।