শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অঝোরে কাঁদছেন মালিক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে শিম্পাঞ্জি

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

অঝোরে-কাঁদছেন-মালিক-মাথায়-হাত-বুলিয়ে-সান্ত্বনা-দিচ্ছে-শিম্পাঞ্জি

অঝোরে-কাঁদছেন-মালিক-মাথায়-হাত-বুলিয়ে-সান্ত্বনা-দিচ্ছে-শিম্পাঞ্জি

বসে বসে অঝোরে কাঁদছেন মালিক। তার দুঃখ সহ্য করতে না পেরে এগিয়ে এলো শিম্পাঞ্জি। জড়িয়ে ধরে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল সে। সেই ভিডিও ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানার একটি খাঁচার দৃশ্য। খাঁচার ভেতরে বসে দুহাতে মুখ চেপে কান্নার ভান করছিলেন এক ব্যক্তি। বেশ কিছুক্ষণ তাকে ওই ভাবে মাথা নিচু করে থাকতে দেখে এগিয়ে আসে শিম্পাঞ্জি। প্রথমেই সে উঠে পড়ে মালিকের কাঁধে। মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে। তার পর নেমে আসে মালিকের পায়ের কাছে।
 
শিম্পাঞ্জির সান্ত্বনা পেয়ে এক বার মুখ তুলে তাকিয়েছিলেন তার মালিক। তার পর আবার দু’হাতে চাপেন মুখ। তাকে কাঁদতে দেখে পোষা শিম্পাঞ্জি কী করে তা দেখতেই এমন কান্নার ভান করছিলেন তিনি। মালিককে দু’হাত বাড়িয়ে জড়িয়ে ধরে সে। তার মাথায় চুম্বন করে। মুছিয়ে দেয় চোখের পানি। ওই ব্যক্তিও এর পর দু’হাত বাড়িয়ে দেন শিম্পাঞ্জির দিকে। আদুরে এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেট দুনিয়ার মানুষ।

জানা গেছে, ভিডিওটি মায়ামির একটি চিড়িয়াখানার। পোষা ওই শিম্পাঞ্জির নাম লিম্বানি। কাউকে কাঁদতে বা কষ্ট পেতে দেখলেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে। প্রিয়জনের প্রতি লিম্বানির ভালোবাসা কতটা নিখাদ, তা সবাইকে দেখাতেই এই ভিডিও তৈরি করা হয়েছে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ বলেছন, মহান সৃষ্টিকর্তার কী অদ্ভুত সৃষ্টি!  কেউ আবার বলেছেন, ‘মানুষের এ ভাবেই পশুর কাছ থেকে শেখা উচিত।’