বিশ্বকাপ জয়ী বেলিস হচ্ছেন পাঞ্জাবের নতুন কোচ
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
বিশ্বকাপ-জয়ী-বেলিস-হচ্ছেন-পাঞ্জাবের-নতুন-কোচ
আইপিএলের সর্বশেষ তিন আসরে কুম্বলের অধীনে প্লে অফে উঠতে ব্যর্থ হয় পাঞ্জাব।
শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনেই নয়, আইপিএলের কোচ হিসেবে বেশে অভিজ্ঞতাসম্পন্ন বেলিস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের প্রধান কোচ ছিলেন তিনি। তার অধীনে ২০১২ ও ২০১৪ সালে আইপিএলের শিরোপা জয় করে কোলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে ২০২০ ও ২০২১ মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের প্রধান কোচ ছিলেন বেলিস।
সংবাদ সংস্থা পিটিআইকে বেলিসের অন্তর্ভূক্তি নিয়ে দলটির এক মুখপাত্র বলেন, ‘বেলিসের সঙ্গে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে দল। যিনি কি-না এক্ষেত্রে সেরাদের একজন। এমন প্রমাণিত রেকর্ডও রয়েছে। টিম কর্তৃপক্ষের প্রত্যাশা তার নির্দেশনায় শিরোপা জিতবে দল।’
বর্তমানে ইংল্যান্ডে হান্ড্রেড ক্রিকেটে লন্ডন স্পিরিট দলের কোচিং করাচ্ছেন বেলিস। পাঞ্চাবের ষষ্ঠ কোচ হবেন তিনি। তার আগে সঞ্জয় বাঙ্গার (২০১৪-১৬), বীরেন্দার শেবাগ (২০১৭), ব্রাড হগ (২০১৮), মাইক হেসন (২০১৯) ও ২০২০ সালে পাঞ্জাবের কোচ হয়েছিলেন কুম্বলে।
আইপিএলের শুরু থেকে খেললেও এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি পাঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত দু’বার প্লে-অফ খেলেছে দলটি। ২০০৮ সালে সেমিফাইনাল এবং ২০১৪ সালে ফাইনাল খেললেও, কোলকাতার কাছে হার মানে তারা।