মার্কিন সেনাবাহিনীতে ব্যাপক হারে বেড়েছে যৌন নির্যাতন
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
মার্কিন-সেনাবাহিনীতে-ব্যাপক-হারে-বেড়েছে-যৌন-নির্যাতন
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক জরিপে এ তথ্য দেয়া হয়।
খবরে বলা হয়, দায়িত্ব পালনের সময় প্রতি ১২ জনে একজন (৮.৪ শতাংশ) নারী যৌন হেনস্থার শিকার হয়েছেন। একই ধরণের অভিযোগ করেছে ১.৫ শতাংশ পুরুষও।
পেন্টাগনের ‘অ্যানুয়াল রিপোর্ট অন সেক্সুয়াল অ্যাসল্ট’ ২০২১ অনুযায়ী, মোট ৩৫ হাজার ৮৭৫ জন যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। যা ২০১৮ সালে ছিল ২০ হাজার ৫০০ জন।
আরো পড়ুন>> সড়ক দুর্ঘটনায় টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি নিহত
এ বিষয়ে পেন্টাগনের ‘অফিস ফর রেজিলিয়েন্সি’র নির্বাহী পরিচালক এলিজাবেথ ফস্টার বলেন, এই সংখ্যাগুলো একইসঙ্গে দুঃখজনক এবং হতাশাজনক। শুধুমাত্র ব্যক্তি পর্যায়েই নয়, এই ঘটনাগুলো আমাদের বিভিন্ন মিশনের প্রস্তুতিতেও প্রভাব ফেলছে।
মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় পেন্টাগন গত কয়েক বছর ধরেই নানা পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। তারা এরইমধ্যে ভিক্টিমদের নিয়ে একটি বিশেষ ইউনিট তৈরি করেছে। এতে নতুন করে ২ হাজার কর্মী নিয়োগও দেয়া হচ্ছে।
সূত্র: এবিসি নিউজ