মিলান ডার্বিতে এসি-র জয়
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
মিলান-ডার্বিতে-এসি-র-জয়
পর্তুগিজ উইঙ্গার লিয়াও সান সিরোতে দুই অর্ধে দুই গোল করেছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা রেড বার্ড মিলানের মালিকানা নেবার পর এই প্রথম সান সিরোতে খেলতে নেমেছিল স্বাগতিকরা।
এই জয়ে আটালান্টা ও রোমাকে এক পয়েন্ট পিছনে ফেলে নাপোলির সঙ্গে সমান ১১ পয়েন্ট অর্জন করেছে মিলান।
২১ মিনিটে অবশ্য মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার। কিন্তু লিয়াওর দুই গোলের মাঝে অলিভার জিরুদের এক গোলে শেষ পর্যন্ত এসি মিলানের জয় নিশ্চিত হয়। উত্তেজনাকর ম্যাচটিতে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে।
ম্যাচ শেষে মিলান বস স্টিফানো পিউলি বলেছেন, ‘লিগে প্রতিটি ম্যাচে উন্নতি করতে হলে প্রতিভা ও দক্ষতার প্রয়োজন আছে। লিয়াওর মধ্যে দুটি গুনই রয়েছে। প্রতি সময় ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে আমাদের দলের প্রধান অস্ত্র হিসেবে কাজ করে।’
তবে পুরো ম্যাচে এসি মিলানের হয়ে গোলবার সামলানোর দায়িত্বে থাকা ফরাসি গোলরক্ষক মাইক মেগনানের প্রশংসা না করলে ভুল হবে। লউতারো মার্টিনেজ, এডিন জেকো ও হাকান কালহানোগ্লুকে হতাশ করে তিনি কার্যত নিজ দলকেই রক্ষা করেছেন।
লিয়াও’র দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত। ট্রান্সফার উইন্ডোর সময়সীমা শেষ হয়ে যাওয়ায় চেলসিতে যাবার গুঞ্জনও তার জন্য শেষ হয়ে গেছে। আর সে কারণেই মঙ্গলবার সালজবার্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই তিনি হয়ে উঠতে পারেন দলের মূল তারকা।
গত পাঁচ ম্যাচে দ্বিতীয় পরাজয়ে ইন্টার টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। ইনজুরি আক্রান্ত রোমেলু লুকাকু এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে দলটির সামনে কথিন সময় অপেক্ষা করছে বলা যায়।