শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি নিহত

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

সড়ক-দুর্ঘটনায়-টাটা-গ্রুপের-সাবেক-চেয়ারম্যান-সাইরাস-মিস্ত্রি-নিহত

সড়ক-দুর্ঘটনায়-টাটা-গ্রুপের-সাবেক-চেয়ারম্যান-সাইরাস-মিস্ত্রি-নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।

রোববার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পালঘরের কাছে গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা মারে।

পুলিশ সূত্রে খবর, রোববার দুপুরে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে গাড়িতে করে ফিরছিলেন সাইরাস। পালঘরের কাছে সূর্য নদীর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। সাইরাসের সঙ্গে গাড়িতে আরো দু’জন ছিলেন। তাদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরো পড়ুন>> চার মার্কিন প্রেসিডেন্টের শয্যাসঙ্গী হয়েছিলেন যে নারী

২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তার বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান। তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তার হাতে।

২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।