দিঠির অপেক্ষায় গাজী পরিবার
প্রকাশিত : ০৪:২০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
দিঠির-অপেক্ষায়-গাজী-পরিবার
দিঠির জন্য অপেক্ষায় পুরো গাজী পরিবার। গাজী মাজহারুল আনোয়ারের ভাগনে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানান, গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে; বাসায় নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত।
দিঠি ঢাকায় আসার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তা জানিয়ে জয় বলেন, আমরা সবাই দিঠির জন্য অপেক্ষা করছি। ও আমেরিকা থেকে আজ (৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে দুবাই নামার কথা। সেখানে তার অবস্থান করার কথা রয়েছে। এখন দুবাই নেমে সঙ্গে সঙ্গে দেশের টিকিট পাওয়া এবং আসাটা জটিল হবে হয় তো। আশা করছি, সন্ধ্যা বা রাতের মধ্যে দিঠি ঢাকায় নামতে পারবে। ও আসার পরই বাকি সিদ্ধান্তগুলো চূড়ান্ত হবে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে মৃত্যু হয় কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের। ভোর সাড়ে ছ’টার দিকে নিজ বাসার বাথরুমে জ্ঞান হারান তিনি। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোক করেছিলেন।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
‘জয় বাংলা, বাংলার জয়’, একতারা তুই দেশের কথা বল রে এবার বল’-সহ অসংখ্য কালজয়ী গানের এই রচয়িতা গীতিকবি সংঘের আজীবন সদস্য ছিলেন। ২০০২ সালে একুশে পদক, ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি।
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়াও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।