বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকারের পৃষ্ঠপোষকতায় পাটখাত সমৃদ্ধশালী হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত : ০৪:১০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

সরকারের-পৃষ্ঠপোষকতায়-পাটখাত-সমৃদ্ধশালী-হয়েছে-বস্ত্র-ও-পাটমন্ত্রী

সরকারের-পৃষ্ঠপোষকতায়-পাটখাত-সমৃদ্ধশালী-হয়েছে-বস্ত্র-ও-পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাটখাতে সরকারের নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এ খাত অসামান্য অবদান রাখছে। 

তিনি বলেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় পাটখাতের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার এবং অধিক সমৃদ্ধশালী করা সম্ভব হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের করিম চেম্বারে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পাটমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বহুমুখী পাটপণ্যের রফতানির বাজার সম্প্রসারণ করতে দেশে ও বিদেশে বেশি বেশি প্রদর্শনী করার ওপর এ সময় গুরুত্বারোপ করেন গোলাম দস্তগীর গাজী। 

জেডিপিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে পাটমন্ত্রী বলেন, যত পারেন পাটপণ্যের মেলার আয়োজন করতে হবে। এতে দেশে পাটপণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি এ খাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এতে করে তারা দেশের বাইরেও পাটপণ্য রফতানি করতে উৎসাহী হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডেপিসির নির্বাহী পরিচালক রেখা রাণী বালো। এতে আরো বক্তব্য দেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ।