তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
তাইওয়ানের-কাছে-অস্ত্র-বিক্রি-করলে-পাল্টা-পদক্ষেপের-হুঁশিয়ারি-চীনের
চীনের দূতাবাসের মুখপাত্র লিও পেংইউ শনিবার বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি তীব্র বিরোধিতা করছে চীন। এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও শান্তি এবং তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতি হবে। অভিলম্বে এ পদক্ষেপ থেকে সরে আসতে ওয়াশিংটনকে আহ্বান জানাই।
শুক্রবার ৬০ ক্ষেপণাস্ত্র বিরোধী জাহাজ ও ১০০ ক্ষেপণান্ত্র সম্বলিত অস্ত্র বিক্রির প্যাকেজের প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানায় বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,দীর্ঘদিনের সম্পর্কের কারণে মার্কিন নীতি অনুযায়ী তাইওয়ানের নিরাপত্তার প্রয়োজনে তাদের আত্মরক্ষামূলক অস্ত্র প্রদান করা হচ্ছে।
তবে বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো দেখছে চীন। কারণ তাইওয়ানকে নিজেদের একটি স্বায়ত্ত্বশাসিত বিচ্ছিন্ন ভুখণ্ড মনে করে চীনের কমিউনিস্ট পার্টি।
লিও টুইটারের টুইটে বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। একই সঙ্গে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে । যদি যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে না আসে তবে পাল্টা পদক্ষেপ নেবে চীন।