বাইডেন ‘দেশের শত্রু’: ট্রাম্প
প্রকাশিত : ০১:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
বাইডেন-দেশের-শত্রু-ট্রাম্প
বাইডেনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জো বাইডেনের বক্তব্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিদ্বেষপূর্ণ, ঘৃণা ও বিভক্তিমূলক।
ট্রাম্প আরো বলেন, জো বাইডেন দেশের শত্রু। আপনারা সঠিকটি জানতে চান। দেশের শত্রুই হচ্ছে সে (বাইডেন)।
ট্রাম্প বলেন, রিপাবলিকানদের মধ্যে মাগা আন্দোলনকারীরা কখনই আমেরিকার গণতন্ত্রকে অপমানের চেষ্টা করছে না। বরং আমরা আমাদের গণতন্ত্রকে সহজভাবে রক্ষার চেষ্টা করছি। মনে রাখতে হবে গণতন্ত্রের বিপদ ডান দিক থেকে নয়, উগ্র বামপন্থী থেকে আসে।
নিবার প্যানেসেলিভানিয়ার উইলকিস বেয়াকের এক র্যালিতে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিজ বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দা প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঐ অভিযানকে ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেন।
গত ৮ আগস্টের পর প্রথমবার প্যানেসেলিভানিয়ার উইলকিস বেয়াকের এক র্যালিতে দেখা গেল ট্রাম্পকে।
র্যালিতে ট্রাম্প বলেন, অভিযানটি ছিল ‘আইনের মারাত্মক অপব্যবহার’ যার প্রতিক্রিয়া কেউ কখনো দেখেনি।