বাংলাদেশের ক্লাব ফর্টিসে আসছেন সালাহদের কোচ
প্রকাশিত : ০১:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
বাংলাদেশের-ক্লাব-ফর্টিসে-আসছেন-সালাহদের-কোচ
মিশরের জাতীয় দলের সাবেক সহকারী কোচের সঙ্গে সহকারী কোচ হিসেবে মৌখিক চুক্তি করেছে ফর্টিস । তবে দ্রুতই আনুষ্ঠানি চুক্তি করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন ক্লাবের সভাপতি শাহীন হাসান।
ভারতে জন্ম নেয়া দা কস্তা বর্তমানে পর্তুগালের নাগরিক। কোচিং ক্যারিয়ারে তার দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। ভারতের বয়সভিত্তিক দলের দায়িত্বে ছিলেন, ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন কিছু দিন। কাজ করেছেন মালয়েশিয়াতেও।
বাংলাদেশে অবশ্য এই প্রথম নন দা কস্তা। ৪০ বছর বয়সী এই কোচ ২০২০ সালের ডিসেম্বরের শেষ দিকে প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল ক্রীড়া চক্রে যোগ দিয়েছিলেন সহকারী ম্যানেজার ও ফিটনেস কোচ হিসাবে।
শেখ রাসেলের সঙ্গে যদিও ছিলেন না বেশি দিন। ২০২১ সালে সেপ্টেম্বরে দা কস্তা যোগ দেন মিশর জাতীয় দলে। সেখানে তার দায়িত্ব ছিল টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের।
২০২১-২২ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফর্টিস। ২২ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে সেরা হয়েছিল তারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে দলটি হেরেছিল মাত্র এক ম্যাচ।