শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেমন ছিল মুশফিকের আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

যেমন-ছিল-মুশফিকের-আন্তর্জাতিক-টি-২০-ক্যারিয়ার

যেমন-ছিল-মুশফিকের-আন্তর্জাতিক-টি-২০-ক্যারিয়ার

এ যেন বিনা মেঘে বজ্রপাত! রোববার দুপুরে হঠাৎ করেই নিজের ভেরিভায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করলেন মুশফিক। যেখানে তিনি জানান, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। তার এ ঘোষণার পর মুহূর্তেই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।

দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। দেড় দশকেরও বেশি সময় ধরে টি-২০ ফরম্যাটে মিডল অর্ডারে দলের ভরসার প্রতীক হয়ে ছিলেন তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, চেষ্টা করেছেন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের টি-২০ অভিষেক। চলতি বছরের পহেলা সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচের মাধ্যমে দীর্ঘ এই পথচলার সমাপ্তি। মাঝে তিনি জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ১০২টি টি-২০। 

১০৩ ম্যাচের মাঝে ৯৩বার মাঠে নেমেছেন মুশফিক। রান করেছেন ঠিক ১৫০০। গড় ১৯.৪৮, স্ট্রাইক রেট ১১৫.০৩। মোট ছয়বার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এর মাঝে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭২ রানের। ১২৬ চারের সঙ্গে এই ফরম্যাটে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৩৭টি।

কিপার হিসেবেও দারুণ করেছেন মুশফিক। সবমিলিয়ে ৪২ বার বল তালুবন্দী করেছেন তিনি, এছাড়া স্ট্যাম্পিংয়ে সফল হয়েছেন ৩০ বার। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ ৬২ ডিসমিসালের রেকর্ড তার দখলে।

বেশ অনেকদিন ধরেই এই ফরম্যাটে মুশফিকুর রহিম ছিলেন অফ ফর্মে। এশিয়া কাপে তার ব্যর্থতা সমালোচনার পালে দিয়েছিল জোর হাওয়া। সবকিছু ভেবেই এই ফরম্যাট থেকে অবসর নিলেন তিনি। 

মুশফিককে জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে আর দেখা যাবে না। দীর্ঘ প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ভরসার মূর্ত প্রতীক হয়ে থাকা মুশিকে কি এই ফরম্যাটে মিস করবেন ক্রিকেট ভক্তরা? উত্তরটা সময়ই বলে দেবে।