‘শয়তানের কীর্তি’কে পায়ুপথে পুরো টর্চলাইট, সফল হলো অস্ত্রোপচার
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
শয়তানের-কীর্তিকে-পায়ুপথে-পুরো-টর্চলাইট-সফল-হলো-অস্ত্রোপচার
হাসপাতালটির শল্য চিকিৎসক তাপস সরকার এ অস্ত্রোপচার করেন।
চিকিৎসক জানান, এখন ঐ যুবক বিপদ মুক্ত। তবে দীর্ঘ চিকিৎসা জীবনে আগে কখনো এ ধরনের অভিজ্ঞতার সাক্ষী কখনো হতে হয়নি।
অস্ত্রোপচার হওয়া বছর ২৪ বয়সী ঐ যুবকের নাম আলাউদ্দিন শেখ। তার বাড়ি কাটোয়া থানার গীধগ্রামে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। ভিন রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ করেন আলাউদ্দিন। বেশ কয়েক মাস হলো তিনি গীধগ্রামের বাড়িতেই রয়েছেন।
আলাউদ্দিনের মা নাজিবা বিবি এদিন বলেন, শুক্রবার দুপুরে পুত্রবধূকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তখন ছেলে বাড়িতে একাই ছিল। সন্ধ্যার দিকে ছেলে জানায় তার পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই সে কাটোয়া হাসপাতালে যাবে। এ বলে সে একা একাই হাসপাতালে যায়। এরপর রাতে জানতে পারি যে ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে। ছেলের অস্ত্রোপচার হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আলাউদ্দিন শেখ নামে ঐ যুবক শুক্রবার সন্ধ্যার দিকে হাসপাতালের আসেন। চিকিৎসকরা জিজ্ঞাসা করেছিলেন তার কী সমস্যা হচ্ছে। তখন নিজের পায়ুপথের দিকে ইশারা করেছিলেন তিনি। এরপর জানান, স্ত্রী ও মা না থাকায় বাড়িতে একাই ছিলেন তিনি। ঘরের মধ্য ঘুমাচ্ছিলেন। তখনই নাকি ‘শয়তান’ তার পায়ুদ্বারে টর্চ ঢুকিয়ে দিয়েছে! যুবক এমন আজব গল্প শোনালেও তাতে বিশ্বাস করতে নারাজ চিকিৎসকরা।
এদিকে আলাউদ্দিনকে যন্ত্রণায় কাতরাতে দেখে চিকিৎসকরা আর কথা না বাড়িয়ে তাকে হাসপাতালে ভর্তি করে নেন। তারপর সেখানেই তার অস্ত্রোপচার হয়। শল্য চিকিৎসক তাপস সরকার প্রায় আধা ঘণ্টা অস্ত্রোপচারের পর যুবকের পায়ুপথ থেকে সেই ১৪ ইঞ্চির টর্চ বের করেন। এদিকে অস্ত্রোপচারের পর এখন তিনি ভালো আছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে পরে অবশ্য 'শয়তান'-এর টর্চ ঢুকিয়ে দেওয়ার গল্প অস্বীকার করেন আলাউদ্দিন। কীভাবে এ ঘটনা ঘটেছিল তা চিকিৎসকদের জানান তিনি।
জানা গিয়েছে, ঘাটে শুয়ে ঘুমাচ্ছিলেন আলাউদ্দিন। ঘুমের ঘোরে তিনি খাট থেকে পড়ে গিয়েছিলেন। সেই সময়ই বেকায়দায় মাটিতে পড়ে থাকা টর্চ তার পায়ুপথে প্রবেশ করে। কিন্তু লজ্জায় সে কথা কাউকে বলতে পারছিলেন না তিনি। সেই কারণেই ‘শয়তান’-এর গল্প ফেঁদেছিলেন।
সূত্র- এই সময়।