‘যুক্তরাজ্য যখন পয়সা গোনে, আমরা গুনি লাশ’
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
যুক্তরাজ্য-যখন-পয়সা-গোনে-আমরা-গুনি-লাশ
রাজধানী কিয়েভে স্থানীয় সময় রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ওলেনা বলেন, কঠিন পরিস্থিতিআমি বুঝি। মহামারির সময় দ্রব্যমূল্য বাড়ার কারছে আমরা আক্রান্তও হলাম। দেশে সবকিছুর দামই বাড়ার সঙ্গে ঘটছে হত্যার ঘটনা।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ওলেনা বলেন, যুক্তরাজ্য যখন পয়সা গোনো, আমরা গুনি লাশ।
২০০৩ সালে ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে বিয়ে করেন ওলেনা। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর আগপর্যন্ত পরিচিত মুখ না হলেও হামলা শুরুর পরপরই তার পরিচিতি বেড়ে যায়।
নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও নাৎসিবাদ প্রতিরোধে ফেব্রুয়ারি শেষের দিকে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দেশটিতে অনবরত হামলার মুখে অনেক অবকাঠামো ধ্বংস হয়। পশ্চিমাদের আর্থিক ও অস্ত্রের সহযোগিতায় এখনো রাশিয়াকে প্রতিরোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে পশ্চিমাদের ভূমিকা নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছে জেলেনস্কি। ঐক্যবদ্ধভাবে চাপ না দেওয়ার কারণে রাশিয়া ইউক্রেনের ওপর চেপে বসেছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।