শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের বিপক্ষে শান্ত থাকতে চায় পাকিস্তান

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার

ভারতের-বিপক্ষে-শান্ত-থাকতে-চায়-পাকিস্তান

ভারতের-বিপক্ষে-শান্ত-থাকতে-চায়-পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোন উত্তেজনা নয় বরং তার দল শান্ত থাকার চেস্টা করছে বলে জানালেন পাকিস্তান উইকেটরক্ষ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে সাহসী ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এই মর্যাদার লড়াইয়ে স্টেডিয়াম আবারও পরিপূর্ণ হয়ে উঠবে।

রিজওয়ান বলেন, ভারতের বিপক্ষে খেলা সব সময়ই চাপের। সারা বিশ্ব এমনকি এশিয়ার বাইরের ক্রিকেট ভক্তরাও এ ম্যাচের জন্য অপেক্ষা করে।

তিনি আরো বলেন, উভয় দলের উপর সমান চাপ থাকবে, তবে যারা সাহসী এবং শান্ত থাকবে, তারাই ভালো ফল করবে।

হংকংকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। হংকংয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৯৩ রান করে পাকিস্তান। পরে বিধ্বংসী বোলিংয়ে হংকংকে ৩৮ রানে গুড়িয়ে দেয় পাক বোলাররা। এই জয়ে গ্রুপের দ্বিতীয়স্থান নিয়ে সুপার ফোরের টিকিট পায় তারা। গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছিলো পাকিস্তান।

৩০ বছর বয়সী রিজওয়ান বলেন, আমি খেলোয়াড়দের বলেছি, ভারত কিংবা হংকং যে দলের  বিপক্ষেই খেলা হোক না কেন, এটি ব্যাট এবং বলের খেলা।

তিনি আরো বলেন, এটিকে সহজভাবে নিতে হবে। হ্যাঁ, এটি একটি বড় ম্যাচ এবং আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি। তবে কঠোর পরিশ্রম শুধুমাত্র আমাদের হাতে, আর ফলাফল আসবে সৃস্টিকর্তার কাছ থেকে।

প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে পরিপূর্ণ থাকে স্টেডিয়াম। এমনকি টিভি ও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখে লক্ষ-লক্ষ ভক্তরা।

রাজনৈতিক কারণে শুধুমাত্র বহু-জাতির ইভেন্টে একে অপরের বিপক্ষে খেলে থাকে দুই চির প্রতি›দ্বন্দি ভারত ও পাকিস্তান। আগামী সপ্তাহে হতে যাওয়া ফাইনালে তৃতীবারের মত ভারত-পাকিস্তান লড়াই হবে বলে প্রত্যাশা করছে দুই দলের সমর্থকদের।

রিজওয়ান জানান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং ফাইনালে উঠতে হবে। তিনি বলেন, আমাদের ভক্তদের  প্রত্যাশা আমরা আমাদের সেরাটা দেবো এবং ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে।

গত টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পেছনে বড় ভূমিকা ছিলো অধিনায়ক বাবর আজম ও রিজওয়ানের।