রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান
প্রকাশিত : ১১:৫০ এএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রোববার
রাশিয়া-যাচ্ছেন-মিয়ানমারের-জান্তাপ্রধান
শনিবার মিয়ানমারের একটি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুই দেশের অর্থনীতি ও সরকারের মধ্যে ‘সহযোগিতাকে আরো দৃঢ়করণ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ আরো জোরালো করতে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন মিয়ানমার সেনাপ্রধান।
গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাতের পর ক্ষমতা দখল করে জান্তা সরকার। সেনাপ্রধান মিন অং হ্লাইং তখন দেশ পরিচালনার দায়িত্ব নেন। তখন থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে পড়ে মিয়ানমার। সম্পর্কও প্রায় তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে চাপের মুখে থাকা সেনাপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন।
আগামী নভেম্বর মাসে কম্বোডিয়ার নমপেন শহরে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ নেতাদের সম্মেলন হবে। সম্মেলনে মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা ক্ষীণ। তবে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলো জান্তাবিরোধী অবস্থান নিলেও মিন অং হ্লাইং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে তৎপরতা চালাচ্ছেন।