আফগান দাপটে লংকানদের লক্ষ্য ১৭৬
প্রকাশিত : ১০:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
আফগান-দাপটে-লংকানদের-লক্ষ্য-১৭৬
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হলো এশিয়া কাপের সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি বি গ্রুপ থেকে উত্তীর্ণ দুই দল শ্রীলংকা ও আফগানিস্তান। আজকের খেলায় আফগান ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে শ্রীলংকাকে তারা ১৭৬ রানের টার্গেট দিল। অর্থাৎ নিজেদের ইনিংসে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৭৫ রানে করে।
দারুণ ছন্দে থাকা আফগানিস্তান শারজায় টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায়। তারপরই ২৯ বলে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে। হজরতউল্লাহ জাজাই মধুশঙ্কার বলে বোল্ড হন ১৬ বলে ১৩ রান করে। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪৯ রান তোলে আফগানরা।
এরপরই যেন খোলস তেকে বেড়িয়ে আসে গুরবাজ। তার ৩৭ বলে ৭২ রানে ভর করে আফগানিস্তান দলীয় শতক পার করে। আজকের ম্যাচে গুরবাজ আফসোস করতেই পারেন, কারণ নিজের শতক থেকে মাত্র ১৬ রান দুরে থেকে ৪৫ বলে আশিথা ফার্নান্দের বলে ৮৪ রানে আউট হয়ে যান তিনি।
ইনিংসের শুরু থেকে মারমুখী ব্যাটিং করেন গুরবাজ। মাত্র ২২ বলে তিনি হাফসেঞ্চুরিও তুলে নেন। পাওয়ার প্লের পরের পাঁচ ওভারে লংকানদের টাইট বোলিংয়ে কিছুটা গতি কমে যায় আফগান ইনিংসের। এ সময়ে কোনো উইকেট না হারালেও তারা তুলে মাত্র ৪০ রান। ১৩ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১১১।
১৪তম ওভারে গুরবাজ-ইব্রাহিম মিলে তুলেন ২১ রান। তবে পরের ওভারে হাসারাঙ্গা খরচ করেন মাত্র ৬ রান। সেঞ্চুরির খুব কাছে থাকা গুরবাজ আউট হন আসিথার শর্ট বল খেলতে গিয়ে। আফগান ওপেনারের ভাসিয়ে দেয়া বল তালুবন্দী করে লংকানদের স্বস্তি এনে দেন হাসারাঙ্গা। তার ৪৫ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ৬টি ছয়ের মার।
গুরবাজ আউট হয়ে গেলে ৪০ রানে আউট হন ইব্রাহিম। নবি আউট হন থিকশানার বলে। কিছুক্ষণ পর রানআউটের শিকার হন ঝড় তুলতে শুরু করা নাজিবউল্লাহ। ১০ বলে তিনি করেন ১৭ রান। রশিদ খান ৭ রান করে রানআউট হন। শ্রীলংকার হয়ে ২টি উইকেট পান দিলশান মদুশাঙ্কা। মহেশ থিকশানা ও আসিথা নেন একটি করে উইকেট।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা।
আফগানিস্তান ও শ্রীলংকা ছাড়া সুপার ফোরে উঠে এসেছে ভারত ও পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুই দল যাবে ফাইনালে।
লংকানদের জন্য আজকের লড়াইটা প্রতিশোধের। আর আফগানিস্তানের চ্যালেঞ্জ দাপট ধরে রাখার। দুই ম্যাচে তারা যেভাবে পারফরম্যান্স করেছে তাতে ক্রিকেটবোদ্ধারা ভারত ও পাকিস্তানকেও সতর্ক থাকতে বলেছেন।
আফগানদের পারফরম্যান্সে এবার শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে তাদের। কিন্তু দলের অধিনায়ক মোহাম্মদ নবী এত দূর চিন্তা করছেন না।
পরিসংখ্যানের বিচারে এখনো এগিয়ে আছে লংকানরা। কিন্তু অভিজ্ঞতায় আফগানিস্তান টইটুম্বুর। নবী, রশিদ, মুজিব, নাজিবুল্লাহ নিজেদের দিনে সেরা। অন্যদিকে শানাকা, মেন্ডিস, কুরুনারত্নে, রাজাপাকসে অভিজ্ঞতার বিবেচনায় পিছিয়ে থাকলেও শক্তি ও সামর্থ্যে সমানে সমান।
আজকের লড়াইটা একপেশে না হয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই অনুমান করা যায়। নিজেদের সামর্থ্য অনুসারে কেউ কাউকে ছাড় দেবে না বলেই ধরে নেয়া যায়। কারণ এ পর্বে যে দল জিতবে তারাই ফাইনালের দিকে এগিয়ে যাবে একধাপ।
স্কোর
আফগানিস্তান: ১৭৫/৬ ওভার ২০
রহমানউল্লাহ গুরবাজ: ৮৪
ইব্রাহিম জাদরান: ৪০
বোলিং
দিলশান মাধৃুশানাকা: ২