লিজেন্ডস লিগে খেলবেন না মাশরাফি
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
লিজেন্ডস-লিগে-খেলবেন-না-মাশরাফি
লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) এর দ্বিতীয় আসরে খেলার সুযোগ পেয়েও আয়োজকদের না বলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ড্রাফট থেকে ম্যাশকে দলে নিয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। যে দলের নেতৃত্বে রয়েছেন গৌতম গম্ভীর এবং জ্যাক ক্যালিস, মিচেল জনসন, রস টেইলের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও রয়েছেন এই দলে। কিন্তু এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বলে আয়োজকদের না করে দিয়েছেন মাশরাফি।
মাসখানেক আগেই মাশরাফির কাছে প্রতিযোগিতার প্রস্তাব এসেছিল। শুরু থেকেই তার খেলার অনাগ্রহ ছিল বলে জানা গেছে। ড্রাফটে দল পাওয়ার পর আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে অংশগ্রহণ না করার কথা জানিয়ে দিয়েছেন ডানহাতি পেস বোলার।
মাশরাফি জানান, ‘আসলে নানা ব্যস্ততার কারণে খেলা হচ্ছে না। আমি এরই মধ্যে তাদের না করে দিয়েছি। সময় সুযোগ হলে পরবর্তী আসরে থাকার প্রতিশ্রুতি দিয়েছি।’
আসরটি ১৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে ভারতের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে। চার দলের ফ্র্যাঞ্চাইজি লিগের এ প্রতিযোগিতায় মোট ম্যাচ হবে ১৫টি। ২২ দিনের এই লিগ আয়োজন করা হবে কলকাতা, লক্ষ্ণৌ, দিল্লি, যোধপুর, কটক ও রাজকোটে।