রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৬ ১৪৩১   ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর আদর্শেই রাজনীতি করতে হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

বঙ্গবন্ধুর-আদর্শেই-রাজনীতি-করতে-হবে-কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধুর-আদর্শেই-রাজনীতি-করতে-হবে-কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শেই রাজনীতি করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে নির্বাচিত সরকার আওয়ামী লীগ। এ সরকারকে কেউ সরাতে পারবে না।

শনিবার নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সুসংহত। তাদের দায়িত্ব জনগণকে সুরক্ষা দেওয়া। বাংলাদেশে আর কোনো দিন আমরা তাণ্ডব করতে দেব না। 

তিনি বলেন, পঁচিশ বছর পরে এখানে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এখানে আসার সময় রাস্তার দুই ধারে কত মানুষ দেখলাম। আমরা জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছিলাম। পৃথিবীর বুকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম। তরুণরা যেভাবে এখানে এসেছে, তারা আমাকে উজ্জীবিত করেছে।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন আওয়ামী লীগের খুঁটি তৃণমূলের কর্মীরা। আমরা ২০০৮ সালে বিপুল বিজয় নিয়ে সরকার গঠন করি। সেদিন জাতির কাছে বলেছিলাম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। আমরা তা করেছি।

তিনি বলেন, জননেত্রী সারের দাম কমিয়েছেন। গত চৌদ্দ বছরে আমরা এক টাকাও সারের দাম বাড়াইনি। বঙ্গবন্ধু ছিলেন কৃষক দরদী। তার রাজনৈতিক জীবন জুড়ে ছিল বাংলার কৃষক ও কৃষির উন্নতি। পৃথিবীর কোথাও ১৬ টাকায় ডিএফই সার পাবেন না। আজ প্রতি কেজি ইউরিয়ায় ৬০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। 

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নবিউল্লাহ হিরু, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান প্রমুখ।