দেশে ফিরেই সরকারি বাড়ি-নিরাপত্তা ফিরে পেলেন গোতাবায়া
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
দেশে-ফিরেই-সরকারি-বাড়ি-নিরাপত্তা-ফিরে-পেলেন-গোতাবায়া
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফেরার পর তাকে কঠোর নিরাপত্তা দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।
স্বাধীনতা লাভের পর প্রথমবার ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েছে শ্রীলংকা। এতে গণ বিক্ষোভের মুখে দেশ ছাড়েন গোতাবায়া। দেশের এমন সংকটের পেছনে তার প্রশাসনকে দায়ী করে আসছে সাধারণ লংকান জনগণ।
সিঙ্গাপুরে থাকা অবস্থায় পদত্যাগপত্র পাঠান তিনি। পরবর্তীতে সেখান থেকে থাইল্যান্ড আশ্রয়ে নেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাসভবনে যাওয়ার আগে শনিবার ভোরে বিমানবন্দরে ক্ষমতাসীন দলের সদস্য এবং আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
আরো পড়ুন>> প্রেমিকের সঙ্গে পালাতে নর্দমায় ফেলে শিশুকে হত্যা করলো মা!
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দেশে ফেরা রাজাপাকসের এখন কী পরিকল্পনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। গত রাতে তিনি আমাদের জানিয়েছেন যে, তার কিছু সময় প্রয়োজন। এই মুহূর্তে নিরাপত্তার কারণে তিনি বাড়ি থেকে বের হওয়ারও অনুমতি পাচ্ছেন না। কিছু সময় গেলে হয়তো তার পরিকল্পনা সম্পর্কে জানা যাবে।
দেড় মাসেরও বেশি সময় পর দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। গত প্রায় সাত সপ্তাহ স্বল্পমেয়াদি ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেন তিনি।
দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন যে, গোতাবায়াকে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে। তার নিরাপত্তার জন্য সেনা ও পুলিশ সদস্যদের দিয়ে নতুন একটি নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে।