স্টার্কের বিশ্বরেকর্ড, ২০০ উইকেট শিকারে তিনিই দ্রুততম
প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
স্টার্কের-বিশ্বরেকর্ড-২০০-উইকেট-শিকারে-তিনিই-দ্রুততম
জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্লকে আউট করে এই মাইলফলকে পৌঁছান স্টার্ক। ১০২ ম্যাচে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের স্পিনার সাকলায়েন মুশতাকের। তিনি ২০০ উইকেট পেতে খেলেছিলেন ১০৪টি ম্যাচ। এছাড়া ২০০ উইকেট পেতে ব্রেট লির লেগেছে ১১২ ম্যাচ।
ষষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট পেয়েছেন স্টার্ক। এ তালিকায় সবার ওপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। তার উইকেট সংখ্যা ৩৮০টি। এরপর রয়েছেন ব্রেট লি (৩৮০), শেন ওয়ার্ন (২৯১), মিচেল জনসন (২৩৯) ও ক্রেইগ ম্যাকডরমট (২০৩)।
উল্লেখ্য, আজ টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছে ৩৯ ওভারে। উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাভা ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার মারুমানি খেলেছেন ৩৫ রানের ইনিংস। এ ছাড়া কাইতানো ১৯, টনি মুনিয়োঙ্গা ১৭ ও রায়ান বার্ল ১১ রান করেন। অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৩টি উইকেট পান।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ৯৪ রানই এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৯৬ বলে দুটি ছক্কা ও ১৪টি চার মারেন এই বাঁহাতি। ২২ বলে ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই দুজন ছাড়া আর কোনো অজি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
এক পর্যায়ে ৫ উইকেটে ১২৯ রান ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ‘পার্ট-টাইম’ বোলার রায়ান বার্লের ঘূর্ণিতে ১২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৩ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। ব্র্যাড ইভান্সের শিকার ২ উইকেট।