গলফ খেলতে গিয়ে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
গলফ-খেলতে-গিয়ে-বিশ্বকাপ-দল-থেকে-ছিটকে-গেলেন-বেয়ারস্টো
কিছুক্ষণ পরে আরেকটি বার্তায় ইসিবি জানায়, দল থেকে ছিটকে পড়েছেন বেয়ারস্টোো। এমন কি চলতি গ্রীষ্ম মৌসুমেও আর মাঠে নামা হবে না তার। কিন্তু কেন ছিটকে পড়লেন এই ইংলিশ ব্যাটার?
ইংলিশ গণমাধ্যমে জানানো হয়েছে, শুক্রবার লিডসে গলফ খেলতে গিয়ে পায়ে চোট পান বেয়ারস্টো। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকেও বাদ পড়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন ব্যাটার বেন ডাকেট।
তবে বিশ্বকাপ দলে বেয়ারস্টোর বদলে কে ঢুকবেন সেটি এখনো জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে শুক্রবার পাকিস্তান সিরিজের জন্যও দল ঘোষণা করে ইসিবি। এই সফরে ওয়ানডে ও টি-২০ দলের নেতৃত্ব দেবেন জস বাটলার। পাকিস্তান সফরে দলের সহ অধিনায়ক থাকবেন মঈন আলি।
বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিসি টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।