শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুপার ফোরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

সুপার-ফোরে-ফের-মুখোমুখি-ভারত-পাকিস্তান

সুপার-ফোরে-ফের-মুখোমুখি-ভারত-পাকিস্তান

চলমান এশিয়া কাপে শেষ দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এর মাধ্যমে আবারো ভারতের মুখোমুখি হওয়া নিশ্চিত করল তারা। সূচি অনুসারে আগামীকালই (রোববার) মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি।

আগেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শুক্রবার হংকংকে হারিয়ে শেষ জায়গাটি নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। শনিবার থেকেই শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। 

গত রোববার পাকিস্তান ও বুধবার হংকংকে হারিয়ে সুপার ফোরে স্থান নিশ্চিত করে ভারত। সেখানে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে রোহিতদের। রোববার (৪ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ৬ সেপ্টেম্বর মোহাম্মদ নবীর আফগানিস্তান ও ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা।

সুপার ফোরে সবার আগে নামছে শ্রীলঙ্কা। শনিবার (৩ সেপ্টেম্বর) শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল এবার প্রতিশোধ নিতে মরিয়া থাকবে। রোববার ভারত-পাকিস্তান ম্যাচের পর সোমবার কোনো ম্যাচ নেই।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) শারজায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। পরদিন (বৃহস্পতিবার) আবার নামবে শ্রীলঙ্কা। এবার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান।