যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই স্বপ্ন গুঁড়েবালি, আট অভিবাসীর মৃত্যু
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
যুক্তরাষ্ট্রে-প্রবেশের-আগেই-স্বপ্ন-গুঁড়েবালি-আট-অভিবাসীর-মৃত্যু
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রর কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা।
গত বৃহস্পতিবার ভারী বর্ষণের মধ্যে একটি বিশাল গ্রুপ যখন মেক্সিকো থেকে নদী হয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা করছেন তখন ভয়ানক পরিস্থিতি দেখতে পান কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সীমান্ত সংস্থা জানায়, নদী থেকে ৩৭ জনকে উদ্ধার করেছে মার্কিন সৈন্যরা এবং ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩৯জনকে জেল হেফাজতে নিয়েছে মেক্সিকো।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত সংশ্লিষ্ট প্রশাসন আরো ভুক্তভোগীদের খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, উদ্ধার, আটককৃতরা কোন দেশের বা তাদের নাম প্রকাশ করেনি উভয় দেশের কর্তৃপক্ষ। এছাড়া পরবর্তী উদ্ধার তৎপরতা নিয়েও কোনো তথ্য জানানো হয়নি।
মেক্সিকোর ঈগল পাস সংলগ্ন যুক্তরাষ্ট্রের প্যাট্রোলস ডেল রিও সেক্টর মার্কিন সীমানায় প্রবেশের জন্য ব্যস্ততম পথ হয়ে দাঁড়িয়েছে।