ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনি নিহত
প্রকাশিত : ১০:৫০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ইসরায়েলি-বাহিনীর-গুলিতে-আরো-এক-ফিলিস্তিনি-নিহত
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীর বরাতে স্থানীয় মিডিয়া শুক্রবার জানায়, হেবরনের উত্তর-পূর্বের বেতুইনানে ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতের অভিযোগ করা হয়। সেখানে চিকিৎসকদের প্রবেশে নিষেধ করা হয়। ঐ জায়গায় ইসরায়েলি সেনারা প্রকাশে গুলি ছুড়তে থাকে।
ওয়াফা নিউজ এজেন্সি জানায়, সেখানে ফিলিস্তিনি এবং দখলদার ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঐ অংশটি ইহুদিদের বসতির পাশেই অবস্থিত।
গুলিতে নিহত ব্যক্তির কাছে যেসব ফিলিস্তিনি ভিড়তে চাইছিলেন তাদের লক্ষ্য করে সাউন্ড বোমা ও টিয়ার শেল নিক্ষেপ করছিল ইসরায়েলি বাহিনী।
একটি ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর তার দেহ মাটিতে পড়ে আছে। তখন অনেক সৈন্য মানুষকে মরদেহের পাশে ভিড়তে দিচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফিলিস্তিনির মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।
এর আগে, পশ্চিমতীরের নাবলাসের আল আইন আশ্রয় ক্যাম্প ও উম্ম আল শারাইয়েতে দুটি পৃথক অভিযানে দুইজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
ছুরি ও গাড়ি দিয়ে হামলার অভিযোগ তোলে অন্তত ১২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অধিকার বিষয়ক দল বলছে, জীবন নিরাপত্তা নিশ্চিত জেনেও ইচ্ছে করেই বেপরোয়াভাবে ফিলিস্তিনের গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী।