তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
তাইওয়ানের-কাছে-অস্ত্র-বিক্রির-ঘোষণা-যুক্তরাষ্ট্রের
শুক্রবার ওয়াশিংটনের পক্ষ থেকে তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে অস্ত্র বিক্রি ঘোষণাটি এলো।
এতদিন চীন ও তাইওয়ানের সম্পর্ক অনেকটা শিথিল থাকলেও তাইপেতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর সেটি নষ্ট করে দেয়। এরপর তাইপেতে ধারাবাহিকভাবে একের পর এক মার্কিন প্রভাবশালী রাজনৈতিক নেতারা আসতে থাকেন। এ নিয়ে চীন ও তাইওয়ান সম্পর্ক ঘোলাটে হয়। যার ফলে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এ পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের কাছে যেসব অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তার মধ্যে রয়েছে- ধেঁয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের রাডার ওয়ার্নিং সিস্টেম। ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ১০০ ক্ষেপণাস্ত্র।