বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে ভিজল শহর, মিলল স্বস্তি

প্রকাশিত : ০২:১০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার

বৃষ্টিতে-ভিজল-শহর-মিলল-স্বস্তি

বৃষ্টিতে-ভিজল-শহর-মিলল-স্বস্তি

সম্পর্কিত খবর রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবন ছিল বিপর্যস্ত। তবে শুক্রবার রাতে হঠাৎ বৃষ্টিতে শহরজুড়ে এক ধরনের শীতলতার পরশ বিরাজ করছে। হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে নেমেছে স্বস্তি।

শুক্রবার রাতের আকাশে ছিল না মেঘের ঘনঘটা, হঠাৎই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো রাত ১০টার পর। কিছুক্ষণ পর সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি রূপ নিল স্বস্তির বৃষ্টিতে। পৌনে এক ঘণ্টার মতো প্রশান্তির বৃষ্টি ভিজিয়ে দিল পুরো রাজধানীকে। সেই সঙ্গে অল্প পরিমাণে ছিল মেঘের গর্জন আর বিজলি।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিনদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।