রাশিয়ার তেলের দাম নির্ধারণের পরিকল্পনায় জি-৭
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
রাশিয়ার-তেলের-দাম-নির্ধারণের-পরিকল্পনায়-জি-৭
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ ইউরোপের মূল্যস্ফীতির বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ইউক্রেনে রাশিয়ার অভিযানের অর্থ জোগাড়ের সক্ষমতা করবে।
জি-৭ এর বিবৃতি অনুযায়ী, তেলের মূল্য নির্ধারণ পরিকল্পনা রাশিয়ার রাজস্ব কমানোর জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। এতে ইউক্রেনে আগ্রাসন চালানোর ব্যয় কমে আসবে।
বিবৃতিতে আরো বলা হয়, এই পরিকল্পনার ফলে বিশ্বের জ্বালানি দামের ওপর রাশিয়া যুদ্ধের প্রভাব কমে যাবে। বিশেষ করে দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর জ্বালানি তেলের দাম কমবে।
জি-৭ দাবি করছে, রাশিয়ার সঙ্গে যারা এখন অনুমোদনভাবে ব্যবসা করছেন তাদের ওপর মূল্য নির্ধারণের কাজ করবে। তারা রাশিয়ার সমুদ্রজাত তেল ও পেট্রোলিয়াম পণ্য নির্ধারিত দামে বা কমে বিক্রি করবে।
এদিকে, যদি নির্ধারিত দামের চেয়ে কম দামে কেউ রাশিয়ার তেল কিনে তবে শিপিং কোম্পানিগুলো সেই তেল বহনে সমুদ্রে বাধা দেওয়া হবে।
উল্লেখ্য, জি-৭ হচ্ছে একটি অর্থনৈতিক জোট। এ জোটের সদস্য হচ্ছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।