ডায়নার দাতব্য সংস্থায় দেড় মিলিয়ন পাউন্ড দান করলো বিবিসি
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ডায়নার-দাতব্য-সংস্থায়-দেড়-মিলিয়ন-পাউন্ড-দান-করলো-বিবিসি
ডায়নার সাক্ষাৎকার নিশ্চিত করতে প্রতারণামূলক কৌশল অবলম্বন করেন বিবিসির সাংবাদিক মার্টিন বশির। গত বছর প্রতারণার এ কৌশল ধামাচাপা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রিন্স উইলিয়ামসহ সংবাদমাধ্যমটি সমালোচনার মুখে পড়ে।
বিবিসি কর্পোরেশন জানায়, ১৯৯৫ সালে ওয়েলসের প্রিন্সেস ডায়নার প্যানারোমার সাক্ষাৎক্ষার থেকে অর্জিত আয় থেকে অর্থ দানের ইচ্ছা প্রকাশ করেছিল বিবিসি। বিবিসি এটি এখন বাস্তবায়ন করেছে। আমরা মনে করি এটাই সঠিক ও যথার্থ পথ।
দানের অর্থ সাতটি দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছে যেগুলো প্রিন্সেস ডায়নার সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে ডায়নার জনস্বাস্থ্য ও গৃহহীন সংগঠন, ইংলিশ ন্যাশনাল ব্যালেট ও দ্য ডায়না অ্যাওয়ার্ডে দান করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ডায়নার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। তিনি ১৯৯৭ সালে প্রাইভেটকার দুর্ঘটনায় মারা যান।