সাংবাদিকদের ভূমিকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশিত : ০৮:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
সাংবাদিকদের-ভূমিকায়-দেশের-উন্নয়ন-সম্ভব-হয়েছে-জনপ্রশাসন-প্রতিমন্ত্রী
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও নির্বাচন ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, আমার জীবনের একটি সময় সাংবাদিকতা করে কেটেছিল, তাই আপনাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। জার্নালিজমের ওপর ভিত্তি করেই গণতন্ত্র এগিয়ে যায়। সেজন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। নতুন-নতুন মিডিয়া এসেছে। সেগুলোতে কাজের ধরনও ভিন্ন। সেজন্য আপনাদের কম্পিটিটিভ স্টাডি করতে হবে। অন্যদেশে কি হচ্ছে, সে তুলনায় আমাদের কি অবস্থা এ বিষয়ে জ্ঞান রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা যে যেই আদর্শের হই না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।
সভায় নিউজ টুয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহার সভাপতিত্বে বিভিন্ন স্তরের সাংবাদিক সংগঠনের নেতারা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন৷