শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক্সেভেটরে উপড়ানো হলো গাছ, বাসা হারালো পাখিরা

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

এক্সেভেটরে-উপড়ানো-হলো-গাছ-বাসা-হারালো-পাখিরা

এক্সেভেটরে-উপড়ানো-হলো-গাছ-বাসা-হারালো-পাখিরা

জাতীয় সড়কের জন্য সড় চওড়া করা হবে। এজন্য সড়কের কাছে থাকা একের পর এক গাছ উপড়ানোর কাজ চলছিল এক্সেভেটর দিয়ে। সড়কের পাশেই থাকা একটি গাছে বাসা বানিয়েছিল প্রচুর পাখি। রেহাই পেল না তারাও। গাছ উপড়ে ফেলতেই গৃহহীন হয় পড়লো সেই পাখিরা।

তবে এ ঘটনায় সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি হলো- গাছ উপড়ে ফেলতেই পূর্ণবয়স্ক পাখিরা উড়ে পালাতে পারলেও বাসায় থাকা ছোট ছোট ছানারা রক্ষা পায়নি। বাসার সঙ্গে সড়কে আছড়ে পড়ে মৃত্যু হলো বহু পাখির ছানার। কয়েকটিকে ছটপট করতে করতে নিস্তেজ হয়ে পড়তেও দেখা গেল। 

মর্মান্তিক ঘটনাটি ভারতের কেরালার মালাপ্পুরমে ঘটেছে।

কেরালা বন দফতর বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এ ঘটনায় একটি মামলা করেছে। মামলায় বলা হয়েছে, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই সড়কের পাশের গাছ কাটা চলছে। যে ব্যক্তি এক্সেভেটর দিয়ে গাছ উপড়ানোর কাজ করছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের বনমন্ত্রী এ কে শশীধরন এ ঘটনাকে মর্মান্তিক বলে ব্যাখ্যা করেছেন। তার অভিযোগ, বন দফতরের কোনো অনুমতি না নিয়েই গাছ কাটা হয়েছে। বন দফতরের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে, যেসব গাছে পাখির বাসা থাকবে, সেসব গাছ কাটা যাবে না। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশিকা মানা হয়নি।

রাজ্যের পূর্তমন্ত্রী মহাম্মদ রিয়াজ ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে এ কাজের জবাব চেয়ে পাঠিয়েছেন। নীলাম্বুর নর্থ ডিভিশনাল অফিসার জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<