বিশ্বের নৌ শক্তির দলে প্রবেশ করলো ভারত
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিশ্বের-নৌ-শক্তির-দলে-প্রবেশ-করলো-ভারত
গত তিন বছরের মধ্যে যুক্তরাজ্য ও চীনের পর তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নিজেদের তৈরি বিমান বাহন ভিকর্যান্ট নিয়ে বিমান বাহনের মালিকানার তালিকায় যুক্ত হলো ভারত।
ভারতের দক্ষিণ কেরালা রাজ্যের কোচিন শিপইয়ার্ডের অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেন, বিমান বাহনটি জাতির নতুন আত্মবিশ্বাসে পরিণতে হয়েছে। আমাদের লক্ষ্য হয়তো কষ্টকর। আমাদের লক্ষ্যগুলো অনেক বড়। কিন্তু যখন ভারত কোনো কিছু মনের মধ্যে ধারণ করে তখন সেটি বাস্তবায়ন করা সম্ভব।
এ সময় মোদি বিমান বাহন পরিদর্শন ও ভারতের নৌবাহিনীর পতাকা উত্তোলন করেন।
মোদি বলেন, এখন পর্যন্ত এ ধরনের বিমান বাহন উন্নত দেশগুলো তৈরি করতে পেরেছে। আজ ভারত সেই দলে যুক্ত হলো এবং উন্নত দেশে যাওয়ার গতিতে আরো এক ধাপ এগোল। এছাড়া এটি দ্বারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে।