৭০ বছরে প্রথমবার উৎসবে যাচ্ছেন না রানি এলিজাবেথ
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
৭০-বছরে-প্রথমবার-উৎসবে-যাচ্ছেন না-রানি-এলিজাবেথ
বার্কিংহাম প্যালেস সূত্রে জানা গেছে, শুক্রবার সমাবেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে রানি এলিজাবেথের সিংহাসনের উত্তরাধীকারী প্রিন্স চার্লস উৎসবে যাবেন।
৯৬ বছর বয়সী রানি এলিজাবেথ অসুস্থতার জন্য কয়েকমাস ধরে জনসম্মুখে উপস্থিত হচ্ছেন না। তিনি গত অক্টোবরের শেষে অজ্ঞাত রোগে ভুগে একদিন হাসপাতালে ছিলেন।
এর আগে, গত বুধবার প্যালেসের মুখপাত্র জানান, লন্ডনের বাকিংহাম প্যালেনের চেয়ে স্কটল্যান্ডের বারমুরাল ক্যাসলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন।
ব্রেমার সমাগম হচ্ছেন ঐতিহত্যবাহী স্কটিশ খেলাধুলা ও নৃত্যের উৎসব। ঐ স্থানটি রানির বালমোরাল বাড়ি আরেবডিন থেকে ৬০ মাইল দূরে।
১৮৩২ সাল থেকে ব্রেমারে অনুষ্ঠিত উৎসবে প্রতিবছর মানুষ জড়ো হন। ১৯৪৮ সালে রানি ভিক্টোরিয়া সেই উৎসবে যোগ দেন। এরপর থেকেই প্রতিবারই রাজ পরিবার ও সরকারি দফতরের সদস্যরা একইভাবে সেই উৎসবে যোগ দেন।