গ্রামগঞ্জের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
গ্রামগঞ্জের-বর্জ্য-থেকে-বিদ্যুৎ-উৎপাদন-করা-হবে-স্থানীয়-সরকারমন্ত্রী
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে ভোগ বেড়েছে। এতে করে গ্রামগঞ্জেও এখন প্রচুর বর্জ্য উৎপাদন হচ্ছে। যদি গ্রাম এলাকার উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা না করা যায়, তাহলে ইকোলোজিক্যাল ব্যালেন্স নষ্ট হবে। নদী-নালা, খাল-বিল সবকিছু বর্জ্যের স্তূপে পরিণত হবে। এজন্য গ্রামের বর্জ্যগুলোকে সংগ্রহ করে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
তিনি বলেন, একটি বিদ্যুৎ প্ল্যাট চালুর জন্য নির্দিষ্ট পরিমাণ বর্জ্যের দরকার হয়। একটি নির্দিষ্ট এলাকায় প্ল্যান্ট স্থাপন করে গ্রামগঞ্জের সব বর্জ্য কালেকশন করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
কিছু কিছু পৌরসভায় ছোট ছোট আকারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের অনুমোদন দেওয়া হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না। টেকনোলজি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন যে প্রযুক্তি তাতে আগের তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়। বেশি উৎপাদন করা গেলে অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে। পরিবেশের ক্ষতি না করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।
মো. তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিশ্রমের কারণে সারাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। যদিও এখন রাশিয়া-ইউক্রেনের কারণে জ্বালানির কিছু সংকট দেখা দেওয়ায় কিছু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরও যেভাবে সামাল দেওয়া হচ্ছে, তাতে বিশ্বে প্রশংসার দাবিদার বাংলাদেশ।
তিনি বলেন, দেড়শ-দুইশ ডলারের মাথাপিছু আয়ের দেশ এখন দুই হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। বিশ্বে যদি অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, তাহলে চলতি বছরই ৩ হাজার ডলার অতিক্রম করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যেই উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।
বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।