হাসপাতালে ৭০ বছরের অসুস্থ বৃদ্ধাকে নাচানোর অভিযোগ
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
হাসপাতালে-৭০-বছরের-অসুস্থ-বৃদ্ধাকে-নাচানোর-অভিযোগ
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ঐ বৃদ্ধার নাম কমলা পূজারি। সম্প্রতি কিডনি রোগের চিকিৎসার জন্য উড়িষ্যার কটকের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ৭১ বছর বয়সী কমলা পূজারি একজন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।
এদিকে, পদ্মশ্রীপ্রাপ্ত কমলার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও বার্তাসংস্থা পিটিআই ঐ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে অভিযুক্ত সমাজকর্মী মমতা বেহরাকেও কমলার সঙ্গে নাচ করতে দেখা গেছে। এরপরই উড়িষ্যার পারাজা আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐ সমাজকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কমলা পূজারি সাংবাদিকদের বলেন, আমি কখনোই নাচ করতে চাইনি। কিন্তু আমাকে নাচ করতে বাধ্য করা হয়েছে। আমি অসুস্থ ছিলাম, নাচ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম।
আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ‘পারাজা সমাজ’-এর সভাপতি হরিশ মুদুলি সাংবাদিকদের জানান, রাজ্য সরকার যদি ঐ সমাজকর্মীর শাস্তির ব্যবস্থা না নেয় তবে তারা রাস্তায় নামবেন।
২০১৯ সালে জৈব চাষ ধানসহ বিভিন্ন ফসলের ১০০টিরও বেশি জাতের দেশী বীজ সংরক্ষণের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কমলা পূজারি। কিডনির সমস্যার জন্য সম্প্রতি তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।