থানা থেকে পুলিশের সাড়ে ১৫ লাখ টাকা চুরি
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
থানা-থেকে-পুলিশের-সাড়ে-১৫-লাখ-টাকা-চুরি
অবসরপ্রাপ্ত সাব-ইনসপেক্টর রামকরণ নাগর এ নিয়ে একটি মামলা করেছেন। তিনি জানান, ঘটনার সময় গুমানপুরা থানায় পোস্টিংয়ে ছিলাম আমি। সেই সময় আমার স্ত্রী করোনায় মারা যান। এরপর স্বর্ণালঙ্কার আর অর্থ ব্যাংকের লকারে না রেখে আমি আমার অফিসের আলমারিতে রেখেছিলাম। দুটো তালাও দিয়েছিলাম। এরপর কাজের ব্যস্ততায় তা আলমারিতেই থেকে যায়। এরপর ১৬ জুলাই আলমারি খুলে দেখা যায় সেই মূল্যবান সামগ্রী আর নেই।
তিনি অভিযোগ করে জাননা, থানার স্টাফরা এ ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ বাইরের লোক এখানে ঢুকতে পারেন না। এদিকে এ চুরির ঘটনার মামলা করতেও রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে তাকে।
কোটা রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল প্রসান কুমার খামেসরা জানান, একটা মামলা রুজু করা হয়েছে। ঐ অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনে করছেন থানার কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারে। অফিসের আলমারি থেকেই তার অর্থ-গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ তার।