শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শনিবার শ্রীলংকায় ফিরছেন গোতাবায়া রাজাপাকসে

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

শনিবার-শ্রীলংকায়-ফিরছেন-গোতাবায়া-রাজাপাকসে

শনিবার-শ্রীলংকায়-ফিরছেন-গোতাবায়া-রাজাপাকসে

আগামীকাল শনিবার থাইল্যান্ডে থেকে শ্রীলংকায় ফিরছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শ্রীলংকার এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার শ্রীলংকার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কার্যত একজন কারাবন্দির মতো গোতাবায়া থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন। তাই তিনি দেশে ফিরতে আগ্রহী। আমাদের বলা হয়, শনিবার খুব ভোরে তিনি দেশে ফিরবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, শনিবার দেশে ফেরার পর তার সুরক্ষা নিশ্চিতে আমরা একটি নিরাপত্তা দল গঠন করেছি। সেনাবাহিনী ও পুলিশের কমান্ডোদের নিয়ে এ দল গঠন করা হয়েছে। শ্রীলংকার সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সরকারিভাবে বাড়ি, গাড়ি ও দেহরক্ষীর সুবিধা দেওয়ার কথা বলা আছে।

শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালান গোতাবায়া। একদিন পর রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান তিনি। বর্তমানে সেখানেই আছেন। তবে ব্যাংককের নিরাপত্তা কর্তৃপক্ষ তার নিরাপত্তার জন্য তাকে হোটেল থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা পেয়েছিলেন গোতাবায়া। তবে এখন তিনি স্ত্রী, দেহরক্ষী ও অন্য এক সহযোগীকে নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা।