নাসার সবচেয়ে শক্তিশালী সেই রকেটের উৎক্ষেপণ শনিবার
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
নাসার-সবচেয়ে-শক্তিশালী-সেই-রকেটের-উৎক্ষেপণ-শনিবার
আবহাওয়া অনুকূল এবং যান্ত্রিক সমস্যা না থাকলে আগামীকাল শনিবার চাঁদে যাচ্ছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট। গত সপ্তাহে উড্ডয়নের সূচি স্থগিত করা রকেটটির যান্ত্রিক ক্রুটির সমস্যার সমাধান হওয়ায় নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।
জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে স্থানীয় সময় বিকেল ২টা ১৭ মিনিটে রকেট উৎপেক্ষণের সূচি নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে দুই থেকে তিন ঘণ্টা দেরি করা হতে পারে।
পূর্বাভাস বিশেষজ্ঞ মেলোডি লোভিন এক সংবাদ সম্মেলনে বলেন, আবহাওয়া এখন ভালো।
প্রতিবেদনে বলা হয়, গত সোমবার উৎক্ষেপণের শেষ সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হওয়া রকেটের মেরামত করা হচ্ছে।