যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতকে কারাদণ্ড দিল মিয়ানমার
প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
যুক্তরাজ্যের-সাবেক-রাষ্ট্রদূতকে-কারাদণ্ড-দিল-মিয়ানমার
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিকি ও তার স্বামীর বিরুদ্ধে অভিবাসন আইন ভঙ্গে অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহেই দেশটির ইয়াঙ্গুন থেকে তাদের আটক করা হয়।
মিয়ানমারে খুব কম সংখ্যক বিদেশিদের বিচার হয়। তাই এই মামলাকে অভিবাসন অপরাধেল চেয়ে রাজনৈতিক উদ্বেগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ ভিকির স্বামী একজন রাজনৈতিক বন্দী ছিলেন।
ভিকি বোম্যান মিয়ানমারের আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একজন সুপরিচিত ব্যক্তি। তিনি ১৯৯০ সালে বার্মায় কনিষ্ঠ কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তিনি ইয়াঙ্গুনে মিয়ানমার সেন্টার ফর রেসপনসিবল বিজসেন নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
প্রতিবেদনে বলা হয়, শান স্টে থেকে শহরের ফেরার পথে ভিকি ও তার স্বামীকে আটক করা হয়। পরে জান্তা সরকার তাদের বিরুদ্ধে রেজিস্ট্রেশন ছাড়া বিভিন্ন স্থানে বসবাস করার অভিযোগে মামলা করে।