ট্রাম্পের ‘মাগা’ বাহিনী গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ট্রাম্পের মাগা-বাহিনী-গণতন্ত্রের-জন্য-হুমকি-বাইডেন
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন বাইডেন।
বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট আমেরিকা এগেইন’ এজেন্ডা ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। এ ‘মাগা’ বাহিনী যুক্তরাষ্ট্রকে পেছনের দিকে ঠেলে দিতে বদ্ধপরিকর।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুই মাস আগে ভোটারদের উজ্জীবিত করতেই বাইডেন ট্রাম্পকে এ আক্রমণ করছেন।
অন্যদিকে, বাইডেনের এমন মন্তব্যের তাৎক্ষণিক জবাবে রিপাবলিকান শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থি বলেন, বাইডেনের বক্তব্য আমেরিকার হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে।
ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হলে রাখা ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেন ৭ কোটির বেশি মানুষ। আমি তাদের সমালোচনা করছি না। তবে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প ও মাগা রিপাবলিকানদের দ্বারা পরিচালিত হলে তা আমেরিকার জন্য হুমকি।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। এ নিয়ে ভোটারদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুমকি মোকাবিলা করার সক্ষমতা আমাদের নিজের হাতে রয়েছে।