গাছ কাটতে গিয়ে মৌচাকে কোপ, হামলে পড়ল হাজারো মৌমাছি!
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
গাছ-কাটতে-গিয়ে-মৌচাকে-কোপ-হামলে-পড়ল-হাজারো-মৌমাছি
অস্টিনের দেহে ২০ হাজারের বেশি মৌমাছির হুল ফুটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেগুলি সাধারণ মৌমাছির নয়, সব আফ্রিকান কিলার বি-র। যে হুলে মৃত্যু পর্যন্ত হতে পারে। মঙ্গলবার রাতেই যুবককে মৌমাছিদের হাত থেকে কোনও রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। তবে অস্টিন প্রাণে বেঁচে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সময় লাগলেও যুবক ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
অস্টিনের দাদি বলেন, ‘‘মৌমাছির দল যখন ওকে ছেঁকে ধরে, ও গাছ থেকে নামার চেষ্টা করছিল। কিন্তু পারেনি। গাছের উপর থেকেই ছেলেটা পাগলের মতো চিৎকার করছিল। সাহায্য চাইছিল। কিন্তু কেউ তখন ওকে সাহায্য করতে পারেনি। যারা সাহায্যের চেষ্টা করছিলেন, তাদেরকেও মৌমাছিগুলি আক্রমণ করছিল।’’
আরো পড়ুন>> ২০০ ব্যাংক লুট করে কোটি কোটি টাকা দান! ১১২ কোটি টাকা জরিমানা হয় ‘গরিবের রবিনহুডের’
শুধু ২০ হাজার মৌমাছির হুলই নয়, অস্টিন বেশ কিছু মৌমাছি গিলেও ফেলেছিলেন বলে জানা গিয়েছে। তার মা জানিয়েছেন, গোটা ৩০ মৌমাছি গিলে ফেলেছিলেন অস্টিন। সেগুলি বার করতে চিকিৎসকদের সবচেয়ে বেশি সময় লেগেছে। পরিশ্রমও করতে হয়েছে বিস্তর। আর কিছু দিনের মধ্যেই অস্টিন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, জানিয়েছেন চিকিৎসকরা।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আনন্দবাজার