হাসপাতালের জানালা দিয়ে পড়ে রুশ তেল কোম্পানি প্রধানের মৃত্যু
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
হাসপাতালের-জানালা-দিয়ে-পড়ে-রুশ-তেল-কোম্পানি-প্রধানের-মৃত্যু
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) একাধিক রুশ গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন ৬৭ বছর বয়সী মাগানভ। জানালা দিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।
রহস্যজনক পরিস্থিতিতে মারা যাওয়া বেশ কয়েকজন বড় ব্যবসায়িক কর্মকর্তার মধ্যে মাগানভ সর্বশেষ ব্যক্তি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর কিছুদিনের মধ্যেই যুদ্ধ বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল।
আরো পড়ুন>> আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
মার্চের শুরুর দিকে যত দ্রুত সম্ভব ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল পর্ষদ। ‘এই ট্র্যাজেডির’ যারা শিকার, তাদের প্রতিও সমবেদনা জানায় কোম্পানিটি।
দুই বছর আগে লুকঅয়েল পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন মাগানভ। তিনি ১৯৯৩ সাল থেকে বেসরকারি এই তেল কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুর ঘটনার আগে গত মে মাসে লুকোয়েলের সাবেক এক ঊর্ধ্বতন ম্যানেজার অ্যালেক্সান্ডার সুবোতিনেরও এমন রহস্যজনক মৃত্যু হয়েছিল।