বিএফডিসির প্রযোজনায় সাইমন-বুবলীর ‘চাদর’
প্রকাশিত : ১২:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিএফডিসির-প্রযোজনায়-সাইমন-বুবলীর-চাদর
‘চাদর’ শিরোনামে এই সিনেমাটি নির্মাণ করছেন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। খবরটি নিশ্চিত করেছেন সাইমন সাদিক। সিনেমাটির শিল্পী-নির্মাতাদের মধ্যে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএফডিসিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। যাতে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী মনিরা মিঠুসহ বিএফডিসি সংশ্লিষ্টরা।
সাইমন সাদিক বলেন, ‘আজ আনুষ্ঠানিকতা হলো। ১২ সেপ্টেম্বর থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে।
ছবিটির ধরণ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘সাধারণত অনুদানের ছবি হলে মুক্তিযুদ্ধভিত্তিক মনে করেন অনেকে। তবে এটি তেমন কিছু নয়। এই ছবিটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। এখানে আমার চরিত্র একজন কবির। যে কবিতা লিখে সমাজে নানা বার্তা দিয়ে থাকে। সেজন্যই বললাম, এটি একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে।’
এতে কবি সাইমনের বিপরীতে গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করছেন বুবলী! এমন চরিত্রে তাকে আগে আর দেখা যায়নি। দুজনের এটাই প্রথম ছবি।
জানা গেছে, সরকারি অনুদান নিয়ে বিএফডিসি প্রযোজিত অন্য ছবিটি নির্মাণ করছেন দীপংকর দীপন। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির নাম ‘আকাশ যুদ্ধ’। এই ছবির কাস্টিং নিয়ে এখনও কোনও তথ্য জানাননি দীপন।
গত ১৫ জুন ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের ঘোষণা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে ব্যক্তি পর্যায়ে ১৯ প্রযোজক পান এই সুবিধা। সেই ঘোষণার কিছুদিন পর এই দুটি চলচ্চিত্রের নাম এলো; যেগুলো প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের জন্য এফডিসি আলাদাভাবে দুটি ছবির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেটিই গ্রহণ করে অনুদান ঘোষণা করা হয়েছে। ছবি দুটির নির্মাণ প্রক্রিয়া ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত অন্যান্য ছবির মতোই হবে।
বিএফডিসির এই উদ্যোগ প্রসঙ্গে দীপংকর দীপন আগেই বলেছেন, ‘৩৫ বছর পর এফডিসি আবারও সিনেমা প্রযোজনায় ফিরছে। ‘গোলাপি এখন ট্রেনে’সহ অনেক প্রশংসিত ছবি আছে তাদের ভাণ্ডারে। তারা চায় আরও দুটি ভালো ছবি দিয়ে প্রযোজনায় ফিরতে। কর্তৃপক্ষ এরমধ্যে আমাকে বেছে নেওয়ায় খুবই সম্মানিত বোধ করছি।’
চলতি বছরের শেষে শীতের মধ্যে ‘আকাশ যুদ্ধ’র কাজ শুরু করতে চান তিনি। মুক্তিযুদ্ধের অসীম এক সাহসিকতার গল্প বলা হবে এতে।