বিবাহিত পুরুষের জন্য আদর্শ এই খাবার
প্রকাশিত : ১১:৩৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
বিবাহিত-পুরুষের-জন্য-আদর্শ-এই-খাবার
দুধের গুণ
দুধ একটি সুষম খাবার। এই খাবারকে আদর্শ খাবারও বলা হয়ে থাকে। এর মধ্যে আছে- প্রোটিন, ক্যালশিয়াম, রাইবোফ্ল্যাবিন। এছাড়াও দুধে রয়েছে ভিটামিন। এই পানীয়তে থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে। আরো আছে ফসফরাস, ম্যাগনেশিয়ামের মতো খনিজ। পাশাপাশি এর মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে যা শরীরের জন্য প্রয়োজন।
কিশমিশে থাকা পুষ্টিগুণ
কিশমিশে থাকে আয়রন। আয়রন রক্তল্পতার ক্ষতি কমিয়ে দিতে পারে। এছাড়া দেখা যায় যে, কপারও থাকে এই খাবারে। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া দেখা গিয়েছে যে ভিটামিন এ, বি রয়েছে এই খাবারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, দুধ ও কিশমিশে থাকা নানা পুষ্টিকর উপাদান শরীর ভালো রাখতে সহায়তা করে। কোন পুরুষ নিয়মিত এই খাবার খেলে তার স্পার্ম কাউন্ট বাড়ে। ফলে দাম্পত্য জীবন সুখের হতে পারে।
সূত্র: এই সময়