ভয়ঙ্কর রূপ নিচ্ছে ধেয়ে আসা শক্তিশালী সুপার টাইফুন
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ভয়ঙ্কর-রূপ-নিচ্ছে-ধেয়ে-আসা-শক্তিশালী-সুপার-টাইফুন
চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে শক্তি সঞ্চয় করছে। পূর্ব চীন সাগর জুড়ে এটি ঘুরপাক খাচ্ছে। ঝড়টি জাপানের দক্ষিণ দ্বীপগুলোর জন্য হুমকি এবং চীনের পূর্ব উপকূল বরাবর বাতাসের তীব্রতাকে বাড়িয়ে তুলছে।
ইউএস জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুপার টাইফুন হিন্নামনর বর্তমানে ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ নিয়ে শক্তিশালী হচ্ছে। এর কেন্দ্রের আশেপাশে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩১৩ কিলোমিটার। এর ৫০ ফুট উঁচু ঢেউ সৃষ্টি করছে।
হংকং অবজারভেটরি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় টাইফুনটি জাপানের ওকিনাওয়া থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত ছিল এবং রিউকিউ দ্বীপের দিকে ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হওয়ার পূর্বাভাস রয়েছে।
সূত্র: এনডিটিভি