কলকাতার তিন জায়গায় ৫০ টাকাতেও জামা মেলে
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
কলকাতার-তিন-জায়গায়-৫০-টাকাতেও-জামা-মেলে
আসুন দেখে নিন সেই বিশেষ তিনটি জায়গার খোঁজ যেখানে আপনি এই ২০২২ দাঁড়িয়েও পাবেন ৫০ টাকার জামা।
গড়িয়াহাট মার্কেট
প্রথমেই এই বাজারের নাম করতেই হতো। দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কেনাকাটার আদর্শ জায়গা বলা চলে এটাকে। কম দামে কী পাবেন না এখানে? জামা থেকে শুরু করে ব্যাগ, গয়না, জুতো, ঘরের জিনিস সব মিলবে।
ভালো ভালো কুর্তা, সালোয়ার, শাড়ি, ড্রেস, পাঞ্জাবি, জিন্স এখানে একটু খুঁজলেই আর অবশ্যই একটু দরদাম করলে ভীষণই সস্তায় পাবেন। আপনি যদি চান এখানে আপনি ১০০-২০০ টাকার জামাও পাবেন, আবার ১০০০-১২০০ এরও।
নিউ মার্কেট
এখান থেকে ঘুরে ঘুরে কেনাকাটার মজাই আলাদা। যারা কেনাকাটা করতে পছন্দ করেন, তাদের এখানে নিয়মিত যাতায়াত যে লেগেই থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যত পুজো কাছে আসতে থাকে ততই এখানে বাড়তে থাকে ভিড়।
কী চান আপনি খালি বলুন সব পাবেন। চুড়িদার? পাবেন। জিন্স টপ? তাও মিলবে। জুতো কিংবা ব্যাগ? প্রস্তুত। গয়না? আছে। দারুণ কালেকশন পাবেন এখানে বিভিন্ন জিনিসের তাও ভীষণ কম দামে।
হাতিবাগান মার্কেট
উত্তর কলকাতাবাসীদের কেনাকাটার পীঠস্থান আবার এটা। সস্তায় দারুন সব জিনিস পাওয়া যায় এই বাজারে। ছুটির দিনে এখানে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো গয়না বা পোশাক কিনে ফেলুন সাধ্যের মধ্যেই। ব্র্যান্ডেড পোশাকে খরচ না করে একই রকম সুন্দর সব জিনিস পেয়ে যান এখান থেকেই। স্টাইলও বজায় থাকল আবার পকেটও।
ফুটপাথের জিনিসের কত দাম সেই বিষয়ে ধারণা রাখুন। দরদাম করবেন অবশ্যই। ভালো করে পোশাক বেছে, দেখে তারপর কিনুন।