বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে ডিসেম্বরেই কমিশন গঠন: আইনমন্ত্রী
প্রকাশিত : ০৫:১০ পিএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু-হত্যায়-জড়িতদের-খুঁজতে-ডিসেম্বরেই-কমিশন-গঠন-আইনমন্ত্রী
বুধবার জাতীয় সংসদে ১৪৭ বিধির ওপর আনীত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বে করেন।
মন্ত্রী বলেন, এই কমিশন হবে কোনো প্রতিহিংসার প্রতিফলন নয়। এই কমিশন হবে দেশকে নতুন প্রজন্মের কাছে ইতিহাস জানানোর একটি কমিশন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনিদের বিচার হয়েছে। কিন্তু যারা খুনের নেপথ্য ষড়যন্ত্রকারী তাদের বিচার হয়নি। তাই কমিশন অব ইনকয়ারি এ্যাক্ট-এর অধীনে তদন্ত কমিশন গঠন করা হবে। উন্নত দেশ যদি তৈরি করতে হয় এবং তা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে দায়বদ্ধতার জায়গা থেকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা যড়যন্ত্রকারী, তাদের স্বরূপ উন্মোচন করা দরকার। কমিশন সেই দায়িত্ব পালন করবে।